আমেরিকা সহ উন্নত দেশ গুলোতেই কেনো UFO দেখা যায়? বাংলাদেশে কেনো UFO দেখা যায়না? এলিয়েনরা কি গরীব দেশ পছন্দ করেনা!

উত্তর হলো বাংলাদেশে প্রতিদিন কি হচ্ছে তা ঘরে বসে জানা সম্ভব না ৷ সোশ্যাল মিডিয়াতে যে নিউজ গুলা ভাইরাল হয় শুধু সেটুকুই আমরা জানি ৷ এ দেশের মিডিয়া এতোটা উন্নত না যে সাইন্স রিলেটেড নিউজ ডিপলি কভার করবে ৷ আর কেনোই বা করবে! এ দেশের মানুষের এসব নিউজে আগ্রহ তেমন নেই ৷
" কিশোরগন্জের আকাশে একি দেখলো কিশোররা " - এমন যদি হয় হেডলাইনের অবস্থা তাহলে কিভাবে মানুষ নিউজ বিশ্বাস করবে! ফলস্বরুপ পোস্টে উঠবে হা হা রিয়েক্টের বন্যা আর কমেন্টে মানুষ লেখবে "ইমাম মাহদী চলে এলেন বুঝি" ব্যস, নিউজ এখানেই ধামাচাপা ৷ কেউ যদি বাই চান্স UFO ছবি তুলে পোস্ট করে ৫০% পাবলিক যাচাই না করেই বলবে, এগুলা এডিটিং করা যায় ৷ বাকি ৫০% পাবলিকের মধ্যে কেউ বলবে প্লেন, হেলিকপ্টার, ড্রোন, ফানুস, লাইট বেলুন, স্যাটেলাইট, গ্রহ, স্টার ইত্যাদি ৷ কেউ মানতেই রাজি না UFO বাংলাদেশেও আসতে পারে ৷ আর UFO হচ্ছে খুবই রেয়ার ৷ ১০বছরে ১বার হাতিরঝিল ঘুরে যাবে কেউ টেরই পাবেন না ৷ মেইন কথা বাংলাদেশে এলিয়েনদের তেমন কাজ নেই ৷ ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীর যেখানে পারমানবিক অস্ত্র, যুদ্ধ, রেডিয়েশন থাকে সেখানে UFO সবচেয়ে বেশি দেখা যায় ৷ তারা পৃথিবীতে কেনো আসে সেটা কেবল সরকার, স্পেস এজেন্সি এবং যারা বছরের পর বছর এসব বিষয়ে রিসার্চ করছে তারাই জানে ৷ আপনি নলেজ বাড়ানোর জন্য ইউটিউবে এই টপিকে ইংলিশ এবং রাশিয়ান চ্যানেল গুলো ফলো করতে পারেন এবং এই টপিকের ওয়েবসাইট গুলো ফলো করতে পারেন ৷ আমি ছোটবেলায় গ্রামে ভূতের অনেক ঘটনা শুনতাম এখন বড় হয়ে সেই ঘটনা গুলোর সাথে এলিয়েনের উপস্থিতি ধারণা করতে পারি ৷ পরিশেষে বলতে চাই, এলিয়েনরা পৃথিবীতে কেনো আসে তা টপ কান্ট্রিগুলোর সরকারের অজানা নয় ৷ হতে পারে সেই কারন গুলো এখনি পাবলিশ করা হলে পৃথিবীতে দাঙ্গা, হাঙ্গামা শুরু হয়ে যেতে পারে এবং রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে ৷ কারন এখনও পৃথিবীর ৯০শতাংশ মানুষ এক অন্যরকম বিশ্বাসেই পড়ে আছে ৷ রিয়েলিটি এক্সেপ্ট করার মতো ব্রেইন অধিকাংশের নেই