ইউরোপ-আমেরিকায় ছাত্র-ছাত্রীরা 15 -17 বছরের মধ্যে পড়াশোনা শেষ করে কিভাবে?

আমাদের সবার জানা উচিৎ বিষয়টি। বিশেষ করে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের। ব্রিটিশরা যে শিক্ষা পদ্ধতির নীতিমালা চালু করে গেছে, আজও আমরা সেখানেই আছি। অথচ তারা কিন্তু নিজেদেরকে সর্বাধুনিক পদ্ধতিতে গড়ে তুলছে। Class one থেকে SSC পর্যন্ত দশ বছর পড়তেই হবে। একসঙ্গে দুই বা তিন শিক্ষাবর্ষ Promotion এর কোনো সুযোগ নাই। একসঙ্গে দুই বছর যেমন- class six এ না পড়ে সরাসরি class eight এ promotion নিতে চাইলেও সম্ভব না। উন্নত দেশগুলোতে PSC বা JSC নাই। কোনো Student যদি সরাসরি SSC exam এর registration করতে চায়, যদিও সে class six এর student, সেক্ষেত্রে student এর অভিভাবক স্কুলে একটি application করে। school management ঐ ছাত্রের মেধা যাচাইয়ের মাধ্যমে SSC পরীক্ষার জন্য registration করার অনুমতি দেয়। তাদের কাছে বয়স নয়, মেধার মূল্যায়নটাই আসল। যার যেমন মেধা ও সদিচ্ছার প্রকাশ ঘটে, তাকে তেমনটাই সুযোগ দেওয়া হয়। এই জন্য আমেরিকা ও ইউরোপে 18 থেকে 20 বছরেই অনেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
শুধু আমেরিকা বা ইউরোপ নয়; চীন, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতও পিছিয়ে নেই। ওদের বাচ্চারা যখন (7 থেকে 8 বছর বয়সে) আই.সি প্রযুক্তি (Integrated Chip Technology) নিয়ে সরাসরি ব্যবহারিক ক্লাস করে, আমাদের বাচ্চারা তখন কার্টুন ও ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকে।