গাছ আমাদের অক্সিজেন লেভেল ঠিক রাখার জন্য তেমন একটা কাজে আসে না, গাছের কাজ হচ্ছে পরিবেশ হতে প্রাণীকুল দ্বারা নিঃসৃত কার্বন-ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশে এটির সামঞ্জস্য বজায় রাখা আমাদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের প্রায় ৮০ ভাগ আমরা সায়ানো-ব্যাকটেরিয়া প্ল্যাঙ্কটন সমূহ হতে পাই (ফ্যান. সায়ানো-ব্যাকটেরিয়া । সায়ানোফাইটা নামেও পরিচিত এটি ব্যাকটেরিয়া- একটি পর্ববিশেষ যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি আহরণ করে এরাই একমাত্র সালোকসংশ্লেষী প্রোক্যারিয়ট যারা অক্সিজেন উৎপাদন করতে পারে।)গাছ যে পরিমাণ অক্সিজেন ত্যাগ করে প্রায় সে পরিমাণ অক্সিজেন সালোক:সংশ্লেষণ প্রক্রিয়ার সময় গ্রহণ করে ফেলে কিন্তু সায়ানো-ব্যাকটেরিয়া অক্সিজেন কেবল পরিবেশে ত্যাগ করে, পুনরায় গ্রহণ করে না গাছ কাটার দ্বারা পরিবেশে অক্সিজেন লেভেলের উপর তেমন একটা প্রভাব পড়ে না কিন্তু পরিবেশে কার্বন-ডাইঅক্সাইড বেড়ে গিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়, যার কারণে কি কি প্রভাব পড়তে পারে সেটি সম্পর্কে সবাই অবগত অবশ্যই গাছ কাটলে যদি অক্সিজেন লেভেল কমে যেতো তাহলে মরুভূমিতে মানুষ শ্বাস নিতে পারতো নাসায়ানোব্যাকটেরিয়া সাধারণত সমুদ্রের পানিতে বসবাস করা তাই অক্সিজেনের বেশিরভাগ অংশ সমুদ্র থেকে আসে